১। আক্ষরিক নাম সংশোধনের ক্ষেত্রে - আক্ষরিক নাম সংশোধন হলে আবেদনকারীর জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে), প্রাথমিক সমাপনীর সনদ (যদি থাকে) ও প্রতিষ্ঠান প্রধানের বিদ্যালয় ও কলেজ (প্রযোজ্য ক্ষেত্রে) প্যাডে নাম সংশোধনের প্রত্যয়নপত্র দিয়ে অনলাইনে নাম সংশোধনের আবেদন করতে হবে।
২। নাম বড় সংশোধনের ক্ষেত্রে - নামে বড় ধরনের সংশোধন হলে আবেদনকারীর জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, পিতা ও মাতার জাতীয়
পরিচয়পত্র, প্রাথমিক সমাপনীর সনদ (যদি থাকে), প্রতিষ্ঠান প্রধানের (বিদ্যালয় অথবা কলেজ) প্যাডে নাম সংশোধনের
প্রত্যয়নপত্র, নন জুডিশিয়াল ৩০০/- টাকার স্ট্যাম্পে অভিভাবক কর্তৃক এফিডেভিট, ভাই/বোন/পিতা/মাতার (জেএসসি/মাধ্যমিক
সনদ যদি থাকে), একই ব্যক্তির আলাদা নাম হলে একই ব্যক্তি মর্মে কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/মেয়র এর
প্রত্যয়নপত্র, পার্সপোট/ভিসা (যদি থাকে) সকল মূল কাগজপত্র দিয়ে যশোর শিক্ষা বোর্ডে ওয়েবসাইডে অনলাইনে নাম সংশোধনের
আবেদন করতে হবে।
৩। বয়স সংশোধনের ক্ষেত্রে - সিভিল সার্জন এর প্রত্যয়নপত্র (বাধ্যতামূলক), আবেদনকারীর জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র,
প্রাথমিক সমাপনীর সনদ (যদি থাকে), প্রতিষ্ঠান প্রধানের প্যাডে বয়স সংশোধনের প্রত্যয়নপত্র, নন জুডিশিয়াল ৩০০/- টাকার
স্ট্যাম্পে অভিভাবক কর্তৃক এফিডেভিট, পার্সপোট, ভিসা (যদি থাকে) সকল মূল কাগজপত্র দিয়ে যশোর শিক্ষা বোর্ডে ওয়েবসাইডে
অনলাইনে বয়স সংশোধনের আবেদন করতে হবে।
৪। আক্ষরিক নাম, বড় ধরনের নামে সংশোধন ও বয়স সংশোধনের ক্ষেত্রে আবেদনকারীর আবেদনে মোবাইল নম্বর এ এসএমএস এর মাধ্যমে
মিটিং এ সাক্ষাৎকারের জন্য তারিখ ও সময় জানানো হবে। এসএমএস পেয়ে নির্ধারিত তারিখ ও সময়ে আবেদনকারীকে সরাসরি উপস্থিত
হয়ে দাখিলকৃত সকল মূলকাগজ প্রদর্শন করতে হবে। আবেদনকারী যে কোন কারণে ৩ (তিন) বার মিটিং এ অনুপস্থিত থাকলে আবেদনটি
সংক্রিয়ভাবে বাতিল হবে এবং আবেদনকারীকে নাম/বয়স সংশোধন প্রয়োজন হলে পুনরায় নতুন করে আবেদন করতে হবে।
উল্লেখ্য, নাম ও বয়স সংশোধনের নিষ্পতির এসএমএস ব্যতিত নাম ও বয়স সংশোধনের সেবা সরাসরি দেয়া হয় না। তবে কোন আবেদনকারীর নাম/বয়স সংশোধন জরুরী প্রয়োজন হলে বোর্ড এর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নির্ধারিত জরুরী ফিস প্রদান সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।